Nironjon

Immigration bd, Online income tips, education news, health tips, Bangla copywriting, script writing, seo tips bangla

বাংলা কন্টেন্ট রাইটিং সার্ভিস

Author
Published June 03, 2024
বাংলা কন্টেন্ট রাইটিং সার্ভিস

হ্যালো ব্লগার, নিজের মায়ের ভাষায় ব্লগিং করার জন্য আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, ব্লগিং হলো এমন একটি সেক্টর যেখানে আপনার হেরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এই সেক্টরে আপনি যতো বেশি সময় দিবেন ঠিক ততোবেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আর অর্জিত এই জ্ঞান কখনই বিফলে যাবেনা। হতে পারে চলমান সময়ে আপনি ব্লগিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারছেন না। 

কিন্তুু আপনি যদি ধৈর্য্য নিয়ে ব্লগিং সেক্টরে লেগে থাকেন, যদি আপনি পেশা নয় বরং নেশা হিসেবে ব্লগিং বেছে নেন, তাহলে দেরীতে হলেও আপনার সফলতা নিশ্চিত। 

কারণ, ব্লগিং কখনোই ব্লগারদের খালি হাতে ফিরিয়ে দেয়না, বরং এই সেক্টর আপনাকে দিবে, এসইও এর পূর্ণাঙ্গ জ্ঞান। যা থেকে আপনি পরবর্তী সময়ে অনেক বড় কিছু করতে পারবেন। 

বাংলা-কন্টেন্ট-রাইটিং-সার্ভিস

আমার সম্পর্কে কিছু তথ্য-

শিক্ষাগত জীবনে আমার সর্বোচ্চ একাডেমিক শিক্ষা হলো বিএসসি ইন ইইই। আর ২০১৭ সালে আমি নতুন ব্লগিং জগতে পা রেখেছিলাম। তবে ব্লগিংয়ে করতে এসে আমার আগ্রহ বেড়ে যায় এসইও শেখার উপর। 

তাই টানা ১ বছর আমি এসইও শেখার পেছনে সময় দিয়েছিলাম। তবে এই সময়ের মধ্যেই ফেসবুক থেকে আমি “বাংলা ভাষায় কন্টেন্ট রাইটার”- হিসেবে কাজ পাই। ব্যাস! সেখান থেকে আমার কন্টেন্ট রাইটারের যাত্রা শুরু হয়।

আর এই যাত্রার শেষ হয়নি এখনও। কারণ, এই দীর্ঘ জার্নিতে আমার প্রায় ছোটো বড় মিলে ১০০+ ওয়েবসাইটে কাজ করার সুযোগ হয়েছে। আমার হাতে হাজার হাজার কন্টেন্ট লেখা হয়েছে।

তাই বর্তমানে এই কন্টেন্ট রাইটার এর কাজটিকে পেশা নয় বরং নিজের অজান্তেই পরিণত হয়ে নেশায়। কিন্তুু আফসোস তখন লাগে যখন মনে হয় এই দীর্ঘ সময়ে নিজের একটা ব্লগ সাইট দাঁড় করাতে পারলাম না। 

বাংলা-কন্টেন্ট-রাইটিং

কেন আমার কন্টেন্ট রাইটিং সার্ভিস নিবেন? 

ফেসবুক কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে তো অনেক রাইটার আছে, তাহলে কেন আপনি আমার সার্ভিস নিবেন? 

দেখুন, আমার ৫-৬ বছরের পূর্ণাঙ্গ কন্টেন্ট রাইটিং করার অভিজ্ঞতা আছে। এর পাশাপাশি আমার এসইও অপটিমাইজেশন সম্পর্কেও জ্ঞান আছে।  একটা কন্টেন্টকে এসইও অপটিমাইজ করার জন্য কোন কোন কাজ করতে হয়, তা আমার বেশ ভালো করেই জানা আছে।

এছাড়াও আমার কাছ থেকে বাংলা কন্টেন্ট রাইটিং সার্ভিস নিলে আপনি আরো অনেক সুবিধা পাবেন। যেমন,

সার্ভিস বেনিফিট-

  • এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট
  • ইমেজ এডিট 
  • ইন্টারনাল লিংকিং
  • কিওয়ার্ড রিসার্চ 
  • ডেডলাইন অনুযায়ী কন্টেন্ট 
  • কন্টেন্ট আপডেট
  • প্রয়োজনীয় ভিডিও যুক্ত করা
  • সাশ্রয়ী মূল্য

হুমম, আপনি যদি একজন ব্যক্তির মধ্যে এমন মাল্টিটাস্কিং বৈশিষ্ট্য পেতে চান, তবে আমি হবো আপনার জন্য উপযুক্ত রাইটার। যা আপনাকে আপনার ব্লগিং ক্যারিয়ারের শীর্ষে পৌঁছাতে যথেষ্ট সহায়তা করবে।

আমাদের-সর্ভিস

আমার সার্ভিস সমূহ-

সত্যি বলতে আমি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রদান করিনা। বরং আমি আমার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আরো বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করি। আর উক্ত সার্ভিস গুলো আপনি আমার কাছ থেকে খুব সাশ্রয়ী মূল্য নিতে পারবেন। যেমন, 

  • নিশ বেসড কিওয়ার্ড রিসার্চ 
  • অন পেজ এসইও 
  • ই-বুক ক্রিয়েশন সার্ভিস
  • ওয়েবসাইট কন্টেন্ট আপডেট (মান্থলি)
  • কপিরাইটিং
  • ভিডিও স্ক্রিপ্ট 
  • ল্যান্ডিং পেজ কন্টেন্ট 
  • কন্টেন্ট ইমেজ সার্ভিস
  • প্রোফাইল ব্যাকলিংক

আমি যেসব নিশে লিখতে পারি-

আমি প্রায় সব বিষয়ে বাংলা কন্টেন্ট লিখতে পারি। কেননা, এই দীর্ঘ সময়ে আমার বিভিন্ন নিশে কন্টেন্ট লেখার অভিজ্ঞতা আছে। কিন্তুু তারপরও আপনার বোঝার সুবিধার জন্য আমি নিচে কিছু নিশের নাম উল্লেখ করলাম। যদি আপনার এই নিশে কন্টেন্ট দরকার হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 

  • প্রযুক্তি
  • ব্যবসা
  • বিপণন
  • শিক্ষা
  • জীবনধারা
  • ভ্রমণ
  • স্বাস্থ্য
  • খাদ্য
  • ফ্যাশন

আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন?

  • মোবাইল: 01788020021
  • হোয়াটসঅ্যাপস: 01788020021
  • জিমেইল: niruweb01@gmail.com
  • ফেসবুক: https://www.facebook.com/niruroy01/

আপনার মূল্যবান সময় দিয়ে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

Copyright ©nironjon.com© 2025